ভাইরাল

দীর্ঘ ২০ বছর পর মল্লিকাকে কাছে পেয়ে কী করলেন ইমরান হাশমি

২০০৪ থেকে ২০২৪। ‘মার্ডার’-এর পর দীর্ঘ ২০ বছর কেটে গেছে।  আনন্দ পণ্ডিতের মেয়ের রিসেপশনে একসঙ্গে দেখা গেল ইমরান হাশমি-মল্লিকা শেরাওয়াত। পাপারাৎজির ক্যামেরার সামনে একে অপরের সঙ্গে পোজও দিলেন। মল্লিকার কোমরে হাত রেখে ক্যামেরার সামনে দাঁড়ান ইমরান।

সালটা ছিল ২০০৪। অনুরাগ বসুর পরিচালনায় মুক্তি পেয়েছিল ‘মার্ডার’। যে ছবির নাম শুনলেই যাঁদের কথা মনে পড়ে তাঁরা হলেন ইমরান হাশমি-মল্লিকা শেরাওয়াত। চোখে ভেসে ওঠে সেই রোম্যান্স, সেই সাহসী ঘনিষ্ঠ দৃশ্য। ছবির গানগুলিও সিনেমাপ্রেমীদের মনে দাগ কেটেছিল। তবে ওই পর্যন্তই। তারপর আর ইমরান-মল্লিকাকে একসঙ্গে দেখা যায়নি। ‘মার্ডার’-এর সেটে নাকি তাঁদের তুমুল ঝগড়া হয়েছিল।

hotest seen

মার্ডার’- মুক্তি পাওয়ার পর ইমরান হাশমি-মল্লিকা শেরাওয়াতের ফিল্মি রোম্যান্সে দর্শক বুঁদ হয়ে থাকলে বাস্তবে ছবির সেটেই এই জুটির ঝগড়ার কথা শোনা যায়। পরবর্তী সময়ে করণ জোহরের চ্যাট শোয়ে মল্লিকাকে ‘সবচেয়ে খারাপ চুম্বনকারী’ (ব্যাড কিসার) বলে কটাক্ষ করেন ইমরান। এমনকি মল্লিকাকে নিয়ে ব্যঙ্গও করেছিলেন তিনি। পরে করণের শোয়ে এসে মল্লিকাও এর পাল্টা জবাব দেন। ইমরানকে আক্রমণ করে বলেন ‘হিস’ ছবির সাপটিও ওঁর থেকে ভালো চুমু খায়।

যদিও এর বহু বছর পর মন্দিরা বেদীকে দেওয়া এক সাক্ষাৎকারে মল্লিকা শেরাওয়াত অকপটে বলেন, ইমরানের সঙ্গে তাঁর ঝগড় ছিল ভীষণই শিশুসুলভ। তবে আবারও এক হলেন সেই ‘মার্ডার’ জুটি মল্লিকা-ইমরান। তবে বিয়ের অনুষ্ঠানে ইমরান- মল্লিকাকে একসঙ্গে দেখা গেলেও আর কোনও ছবিতে তাঁরা ফের একসঙ্গে কাজ করবেন কিনা, এবিষয়ে তাঁরা কেউই কোনও মন্তব্য করেননি।

প্রসঙ্গত মল্লিকার সঙ্গে ‘মার্ডার’ ছবির পর একের পর সেসময় বলিউডের এক ছবিতে চুম্বনের দৃশ্যে রেকর্ড গড়েছিলেন ইমরান হাশমি। রাজ থ্রি-তে ‘লং কিসার’-এর রেকর্ডও রয়েছে তাঁর। এষা গুপ্তাকে তিনি টানা ২০ মিনিট চুমু খেযেছিলেন। ইমরানকে শেষবার দেখা গিয়েছে সারা আলি খানের সঙ্গে ‘অ্যায় বতন, মেরে বতন’ ছবিতে। তবে মল্লিকা শেরাওয়াত অবশ্য বহুদিন হল অভিনয় দুনিয়া থেকে দুরেই রয়েছেন।

#@newpost.In

 

Shares:

Related Posts

নিউজ

১ লা বৈশাখে আবহাওয়া কেমন থাকবে? 

রবিবার পয়লা বৈশাখ। আজ বাঙালি কেনাকাটিতেই ব্যস্ত থাকবে। গত দুদিন সেরম বৃষ্টি হয়নি দক্ষিণবঙ্গে (South Bengal)। বেড়েছে তাপমাত্রাও। আবহাওয়া দপ্তরের (Weather Department) পূর্বাভাস অনুযায়ী, এবার বদলাবে আবহাওয়া। আরও বাড়বে গরম।
IPL

PBKS vs SRH, Match Live Updates , NEW POST: টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত পঞ্জাবের

Punjab Kings vs Sunrisers Hyderabad Preview:পঞ্জাব কিংস ও সানরাইজার্স হায়দরাবাদ। দু-দলেরই সমস্যা ধারাবাহিকতা। পঞ্জাব দুটি ম্যাচ জিতেছে। সানরাইজার্সও। এ বারের আইপিএলে ইতিহাসও গড়েছে সানরাইজার্স হায়দরাবাদ। আইপিএলে সর্বাধিক স্কোরের রেকর্ড ছিল
IPL

PBKS vs SRH IPL PREVIOUS DAY RESULT NEW POST: রিঙ্কু সিং হয়ে উঠতে পারলেন না আশুতোষ-শশাঙ্ক.

পুরো ম্যাচের পরিস্থিতি এক পাশে থাক। শেষ দু ওভারে পঞ্জাব কিংসের লক্ষ্য দাঁড়ায় ৩৯ রান। ক্রিজে শশাঙ্ক সিং। গত ম্যাচে তাঁর ব্যাটেই অবিশ্বাস্য জয় ছিনিয়ে নিয়েছিল পঞ্জাব কিংস। ১৯ তম
Serial

NEW POST : অনুরাগের ছোঁয়া, হাড্ডাহাড্ডি লড়াই ফুলকি-পর্ণার

এসে গেল আরও একটি বৃহস্পতিবার। আর দিনটিতেই বাংলা সিরিয়ালের ভাগ্য নির্ধারণ হয়। কোন ধারাবাহিক প্রথম পাঁচ থেকে ছিটকে গেল বা কোন সিরিয়ালের ভাগ্যের চাকা ঘুরল তারই বিচার হয় লক্ষ্মীবারে। নম্বরের
Show Comments (0)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *