IPLখেলা

কারণ খুঁজে বার করলেন লারা, কোহলিকে নেওয়া উচিত টি-টোয়েন্টি বিশ্বকাপে?

চলতি আইপিএলে একটি শতরান এবং দু’টি অর্ধশতরান রয়েছে তাঁর। কমলা টুপির দৌড়ে সবার উপরে। অনেকেই মনে করছেন, টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে বিরাট কোহলির জায়গা পাকা। তবু এখনও তাঁর স্ট্রাইক রেট নিয়ে সমস্যা রয়েছে অনেকের। তবে ব্রায়ান লারা মনে করেন, স্ট্রাইক রেট নয়, কোহলি দলে থাকায় বাকিদের উপর যে প্রভাব পড়বে, সেটার জন্যই তাঁকে দলে নেওয়া উচিত।

“কোহলির স্ট্রাইক রেট শুরুতে ১৩০ থাকলেও পরের দিকে ১৬০ হয়ে যায়। আমার মতে, বিশ্বকাপে ভারতের প্রথম তিন ব্যাটার হওয়া উচিত রোহিত শর্মা, বিরাট কোহলি এবং শুভমন গিল। রোহিত এবং বিরাটের ওপেন করা উচিত। কোহলি ভারতের দলে থাকলে বিপক্ষ দল সন্ত্রস্ত থাকবে। এটাই যথেষ্ট।”

“কোহলির স্ট্রাইক রেট শুরুতে ১৩০ থাকলেও পরের দিকে ১৬০ হয়ে যায়। আমার মতে, বিশ্বকাপে ভারতের প্রথম তিন ব্যাটার হওয়া উচিত রোহিত শর্মা, বিরাট কোহলি এবং শুভমন গিল। রোহিত এবং বিরাটের ওপেন করা উচিত। কোহলি ভারতের দলে থাকলে বিপক্ষ দল সন্ত্রস্ত থাকবে। এটাই যথেষ্ট।”v

 

 

cricket

Shares:

Related Posts

IPL

টি-২০ বিশ্বকাপে সুযোগ পেতে দলকে ডুবিয়ে নিজের জন্য খেলেছেন পন্ত ?

টি-২০ ক্রিকেটে ঘাড়ের উপর ২৬৬ রানের বোঝা নিয়ে ব্যাট করতে নামলে যে কোনও দলের চাপে পড়ে যাওয়াই স্বাভাবিক। এমন বিরাট টার্গেট তাড়া করতে হলে শুরু থেকে ব্যাট চালানো ছাড়া উপায়
IPL

IPL 2024 List Bangla :: IPL 2024 :: প্রথম ১৫ দিনে ২১টি ম্যাচের সূচি ঘোষণা করল BCCI, শুরুতেই CSK বনাম RCB, আই পি এল সূচি

লোকসভা ভোটের জন্য অতীতে ইন্ডিয়ান প্রিমিয়র লিগ দেশের বাইরে অনুষ্ঠিত হয়েছে। আবার ভোটের মাঝেই এদেশে আইপিএল অনুষ্ঠিত হওয়ার নজিরও রয়েছে। এবছর সাধারণ নির্বাচনের জন্য এদেশে নির্বিঘ্নে আইপিএল আয়োজন নিয়ে সংশয়
IPL

PBKS vs SRH, Match Live Updates , NEW POST: টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত পঞ্জাবের

Punjab Kings vs Sunrisers Hyderabad Preview:পঞ্জাব কিংস ও সানরাইজার্স হায়দরাবাদ। দু-দলেরই সমস্যা ধারাবাহিকতা। পঞ্জাব দুটি ম্যাচ জিতেছে। সানরাইজার্সও। এ বারের আইপিএলে ইতিহাসও গড়েছে সানরাইজার্স হায়দরাবাদ। আইপিএলে সর্বাধিক স্কোরের রেকর্ড ছিল
IPL

GT vs RCB Dream11 SCORE:

রেকর্ড রান তুলেও স্বল্প ব্যবধানে ম্যাচ জিতছে সানরাইজার্স হায়দরাবাদ। রবিবার ঘরের মাঠে ২০০ তুলেও উড়ে গেল গুজরাত টাইটান্স। ৪ ওভার বাকি থাকতে ৯ উইকেটে ম্যাচ জিতে নিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর
Show Comments (0)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *