IPLখেলা

KKR vs RCB:  আইপিএল থেকে বিদায় কোহলিদের, কেকেআর  এর কাছে ১ রানে হেরে

আইপিএলের ইতিহাসে আরও একটি রুদ্ধশ্বাস ম্যাচের সাক্ষী থাকল কলকাতার ইডেন গার্ডেন্স। লাস্ট ওভার লাস্ট বল থ্রিলারে ১ রানে আরসিবিকে হারিয়ে রুদ্ধশ্বাস জয় পেল কলকাতা নাইট রাইডার্স। ব্যাট-বলে দুই দলের টানটান লড়াই দেখল ক্রিকেট প্রেমিরা। শেষ হাসি হাসল কেকেআর। প্রথমে ব্যাট করে ২০ ওভারে ২২২ রান করে নাইটরা। জবাবে ২০ ওভারে ২২০ রানে অলআউট হয়ে যায় আরসিবি। এই হারের ফলে আইপিএল ২০২৪ থেকে একপ্রকার বিদায় নিশ্চিত হয়ে গেল কোহলিদের।

ম্যাচে টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নেয় আরসিবি। এদিন সুনীল নারিন রান না পেলেও বিধ্বংসী ব্যাটিং করেন ফ্ল সল্ট। ১৪ বলে ৪৮ রান করে আউট হন তিনি। এরপর রানের গতি ভাল থাকলেও নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে কেকেআর। সুনীল নারিন ১০, আংক্রিশ রঘুবংশী ৩, ভেঙ্কটেশ আইয়ার ১৬, রিঙ্কু সিং ২৪ রান করে আউট হন। তবে এদিন ছন্দে ফেরেন শ্রেয়স আইয়ার। হাফ সেঞ্চুরি করেন তিনি।

স্লগ ওভারে দ্রুত রান তুলতে গিয়ে আউট হন কেকেআর অধিনায়ক। ৩৬ বলে ৫০ করেন শ্রেয়স আইয়ার। রাসেল এদিন একটু নিষ্প্রভ থাকলেও রমনদীপ সিং স্লগ ওভারে মারকাটারি ব্যাটিং করেন। শেষ পর্যন্ত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২২২ রান করে কেকেআর। ৯ বলে ২৪ করে রমনদীপ সিং ও ২০ বলে ২৭ রান করে অপরাজিত থাকেন আন্দ্রে রাসেল।

আইপিএল জমজমাট! লড়াইয়ে ফিরছে আরও এক দল, এই নিয়ে চার নম্বর জয়
আইপিএলের প্রথম বোলার হিসেবে অনন্য রেকর্ড গড়লেন নারিন, গর্বিত করলেন কেকেআরকে
Virat Kohli: হর্ষিত রানার বলে বিরাট কোহলির আউট কি সত্যিই নো বল ছিল? কী বলছে নিয়ম
ধোনিকে মনের কথা লিখলেন সতীর্থের অভিনেত্রী স্ত্রী, মুহূর্তে ভাইরাল হল চিঠি! দেখুন
বিজ্ঞাপন

রান তাড়া করতে নেমে শুরুটা ভাল হয়নি আরসিবির। ৩৫ রানের মধ্যেই সাজঘরে ফেরেন বিরাট কোহলি ও ফাফ ডুপ্লেসি। যদিও কোহলি নিজের আউট নিয়ে অখুশি ছিলেন। হর্ষিত রানার ফুলটস বলে আউট হন কোহলি। বিরাটের দাবি অনুযায়ী তা কোমড়ের উপরে ছিল। তবে থার্ড আম্পায়ার দেখে তা আউটের সিদ্ধান্ত নেন। মাঠেই আম্পায়ারের সঙ্গে তর্ক জুড়ে দেন কোহলি।

২ উইকেট হারানোর পর আরসিবির ইনিংসের রাশ ধরেন উইল জ্যাকস ও রজত পাতিদার। মারকাটারি ব্যাটিং করেন দুজনেই। ঝড়ের গতিতে শতরানের পার্টনারশিপ পূরণ করেন দুজনে। অর্ধশতরান করেন দুজনেই। উইল জ্যাকস ৩২ বলে ৫৫ ও রজত পাতিদার ২৩ বলে ৫২ রানের বিধ্বংসী ইনিংস খেলে আউট হন। এরপর ক্যামেরন গ্রিন ও মাহিপাল লোমরর বড় রান পাননি।

Shares:

Related Posts

IPL

PBKS vs SRH, Match Live Updates , NEW POST: টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত পঞ্জাবের

Punjab Kings vs Sunrisers Hyderabad Preview:পঞ্জাব কিংস ও সানরাইজার্স হায়দরাবাদ। দু-দলেরই সমস্যা ধারাবাহিকতা। পঞ্জাব দুটি ম্যাচ জিতেছে। সানরাইজার্সও। এ বারের আইপিএলে ইতিহাসও গড়েছে সানরাইজার্স হায়দরাবাদ। আইপিএলে সর্বাধিক স্কোরের রেকর্ড ছিল
IPL

বিশ্ব  রেকর্ড গড়লেন PBKS :

ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্স বনাম পঞ্জাব কিংসের ম্যাচে দর্শকদের পয়সা উশুল হয়ে গিয়েছে। ম্যাচের প্রথম বল থেকে টানটান উত্তেজনা, হাড্ডাহাড্ডি লড়াই দেখা গিয়েছে। শেষ হাসি অবশ্য হেসেছে পঞ্জাব কিংস,
IPL

MI vs PBKS DREAM11 PREDICTION

অতীতেও আইপিএলে খুবই মন্থর শুরু হয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। গিয়ার শিফ্ট করে ঘুরেও দাঁড়িয়েছে। সে সময় ক্যাপ্টেন ছিলেন রোহিত শর্মা। তাঁর নেতৃত্বে পাঁচ বার আইপিএল জিতেছে মুম্বই ইন্ডিয়ান্স। এ মরসুমে রোহিতকে
IPL

RR vs GT SCORE IPL 2024 : মরসুমের সবচেয়ে বড় জয়, রয়্যালসের ডেরায় দাপট গিলের

EDIT BY: newpost.in ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে 17তম সংস্করণে আজ মুখোমুখি রাজস্থান রয়্যালস ও গুজরাট টাইটান্স। ম্যাচের পুঙ্খানুপুঙ্খ আপডেটের জন্য নজর রাখুন এই পেজে। জয়পুর : আইপিএলের সৌজন্যে একের পর এক থ্রিলার
Show Comments (0)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *