IPLখেলা

MI VS RCB Dream 11 teams:Mi loss the game

Edit by….. newpost.in

মঙ্গলবারের মেগা ডুয়েলে মুখোমুখি হচ্ছে মুম্বই ইন্ডিয়ান্স  ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর  । বিরাট  ( – রোহিত শর্মাদের t Sharma) মধ্যে কে প্লে-অফের লড়াইয়ে এগিয়ে যাবে, সেদিকেই নজর সবার। ওয়াংখেড়ে স্টেডিয়ামে (Wankhede Stadium) আইপিএলের (IPL) মেগা ডুয়েলে মুখোমুখি হচ্ছে মুম্বই ইন্ডিয়ান্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।  দুই দলই ১০ পয়েন্টে দাঁড়িয়ে। তবে দুই ফ্র্যাঞ্চাইজি দলই ১০ টি করে ম্যাচে খেলেছে। রান রেটের বিচারে এগিয়ে থাকায় আরসিবি ছয় নম্বরে ও মুম্বই ইন্ডিয়ান্স এই মুহূর্তে পয়েন্ট তালিকায় আট নম্বরে রয়েছে। তাই দুই ফ্র্যাঞ্চাইজির কাছেই অত্যন্ত গুরুত্বপূর্ণ এই খেলা।

#cricket# #virat

রাজস্থান রয়্যালস (Rajasthan Royals) ও পাঞ্জাব কিংসের (Punjab Kings) বিরুদ্ধে জোড়া ম্যাচে ২০০-র বেশি রান তাড়া করে টানা দুটো ম্যাচে জেতার পর অবশ্য চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) কাছে আইপিএলে তাদের শেষ ম্যাচে হেরেছিল মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians)। অপরদিকে, দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে গত ম্যাচে হোঁচট খেয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরও (Royal Challengers Bangalore)। তাই মুম্বই-ব্যাঙ্গালোর ম্যাচে কাদের পাল্লা ভারী হয়, নজর থাকবে সেদিকেই। যে ম্যাচের ঠিক আগে জোফ্রা আর্চারের পরিবর্ত হিসেবে ক্রিস জর্ডনকে দলে নেওয়ার ঘোষণা জানিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স শিবির। তবে ব্যাঙ্গালোরের বিরুদ্ধে ম্যাচ থেকেই ক্রিস জর্ডন মুম্বই জার্সিতে খেলতে নামবেন কি না, তা অবশ্য পরিষ্কার নয়।

 # Virat

ব্যাঙ্গালোরের অধিনায়ক ফাফ ডু প্লেসি এই মুহূর্তে অরেঞ্জ ক্যাপ তাঁর দখলে রেখেছেন। এবারের আইপিএলে এখনও পর্যন্ত সর্বোচ্চ রান তাঁর ঝুলিতে। ছন্দে চলছে বিরাট কোহলির ব্যাটও। উল্টোদিকে, সেভাবে চলছে না রোহিত শর্মার ব্যাট। তাই মুম্বইয়ের অধিনায়ক আইপিএলের গ্রুপপর্বের একেবারে শেষ দিকে ছন্দে ফেরেন কি না, সেদিকেও থাকবে নজর। উল্টোদিকে, দারুণ ছন্দে থাকার পাশাপাশি বোলারদের সর্বোচ্চ উইকেট শিকারিদের তালিকা রয়েছেন আরসিবি-র মহম্মদ সিরাজ.

Virat vs Rohit
Shares:

Related Posts

IPL

GT vs DC IPL Match Preview:  টাইটানিকের মতোই ডুবল টাইটান্স

দিল্লি ক্যাপিটালস এ মরসুমে মাত্র দু-ম্যাচ জিতেছে। গুজরাট টাইটান্সের বিরুদ্ধে টস হেরে কিছুটা হলেও চাপে ছিল দিল্লি ক্যাপিটালস। টস হারটা শাপে বর হয়ে দাঁড়াল! অন্তত ম্যাচের একটা বড় অংশের পর
IPL

শেষ তিন বলে তিনটা ছক্কা খেয়ে  হাদিক বিপাকে পড়লেন :

রোহিতের সেঞ্চুরি৬১ বলে আইপিএলের দ্বিতীয় শতরান হাঁকালেন রোহিত শর্মা। তবে দুর্ভাগ্যবশত তিনি মুম্বইকে জেতাতে পারবেন না। গত ওভারে ১৯ রান উঠেছিল। মনে হচ্ছিল ম্যাচের শেষ ওভার পর্যন্ত লড়াই চলবে। কিন্তু
IPL

PBKS vs MI DREAM11 TOP TEAM:

আশুতোষ শর্মার দুরন্ত লড়াই সত্ত্বেও ১৮৩ রানে অল আউট হয়ে গেল পাঞ্জাব কিংস। ৯ রানে রুদ্ধশ্বাস ম্যাচ জিতল মুম্বই ইন্ডিয়ান্স। মোড় ঘোরানো উইকেটপাঞ্জাবকে জয়ের দোরগোড়ায় এনে দিয়েছেন। কিন্তু ম্যাচ শেষ
খেলা

যশস্বী, শুভমন নয়! রোহিতের সঙ্গে ওপেন করবেন এই নির্বাসিত প্লেয়ার, ভুল শোধরাবে BCCI

2024 সালের T20 বিশ্বকাপ শুরু হতে আর মাত্র কয়েকটা দিনই বাকি রয়েছে। রোহিত শর্মার অধিনায়কত্বে খেলবে ভারতীয় দল। তবে টিম ইন্ডিয়ার হয়ে কোন কোন খেলোয়াড় মাঠে নামবেন তা এখনও পর্যন্ত
Show Comments (0)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *